ডেস্ক রিপোর্টার, ৮ এপ্রিল।।
পিতৃহারা হলেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কিরীটী দত্ত।সোমবার রাতে ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিরীটী দত্তের বাবা প্রবোধ রঞ্জন দত্ত। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত ২ এপ্রিল অবস্থার অবনতি হলে ত্রিপুরা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাত ৩ টা ২২ মিনিটে চিকিৎসকদের সব চেষ্টা ব্যার্থ করে দিয়ে প্রয়াত হয়েছেন । ত্রিপুরা মেট্রিক্স চেস একাডেমির সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন তিনি। মঙ্গলবার সকালে বটতলা মহাশ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পূর্ন হয়েছে। মৃত্যু কালে দুই পুত্র ও এক কন্যা আত্মীয় পরিজন সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। কিরীটী তাঁর বড়পুত্র ছেলে । ছোট ছেলে প্রসেনজিৎ দত্ত আন্তর্জাতিক দাবাড়ু এবং ভারতীয় দলের দাবা কোচ। প্রয়াত প্রবোধ রঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজ্যের সংবাদ ও ক্রীড়া মহলে।