চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল ( আরজেডি) – র কৌশলগত অবস্থান কি হবে? তার রোড ম্যাপ তৈরী করতেই দিল্লিতে বৈঠক করেছে কংগ্রেস – আরজেডি নেতৃত্ব। মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, বিহার কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা কৃষ্ণ আল্লাভারু এবং বিহার কংগ্রেসের সভাপতি রাজেশ কুমার ।আরজেডির পক্ষ উপস্থিত ছিলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা এবং সঞ্জয় যাদব।
।দিল্লিতে কংগ্রেস ও আরজেডি নেতৃত্বের বৈঠক।(ছবি – সংগৃহীত)
বৈঠকে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: যাদব।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব বলেন, ” কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি ইস্যুতে স্পষ্ট করে কিছু বলতে অস্বীকার করেন তিনি।” বিহারের বর্তমান পরিস্থিতির ব্যাখা দিয়ে তেজস্বী বলেন, বর্তমান রাজ্য সরকারের দুই দশক শাসন এবং কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১ বছরের শাসন সত্ত্বেও, বিহার অর্থনৈতিক ভাবে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্য। বিহারের মাথাপিছু গড় আয় সবচেয়ে কম। কৃষকদের আয় নিম্নগামী। তাঁর কথায়, বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত শরিক দলগুলির সঙ্গে আলোচনা করবে আরজেডি।
।।কংগ্রেস ও আরজেডি’ র প্রতীক।।
বিহার নির্বাচনে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন তেজস্বী যাদব!
বিরোধীদের ব্যাটন হাতে নিয়ে যাদবের যুক্তি, বাস্তব বিষয় নিয়ে নির্বাচনে লড়বে বিরোধীরা।এবং শাসকগোষ্ঠীর ত্রুটি-বিচ্যুতি প্রকাশ করতেও ঐক্যবদ্ধ।বিহার নির্বাচনে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাকে তুলে ধরা হবে কিনা ? এমন প্রশ্নের জবাবে যাদব বলেন, জোট সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে।
।।বিজ্ঞাপন।।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রসঙ্গে তেজস্বীর বক্তব্য , ওরা (বিজেপি ) নীতিশকে “হাইজ্যাক” করেছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিয়ে বলেছেন নীতিশ কুমারের নেতৃত্বেই নির্বাচনে লড়াই করবে বিজেপি। কিন্তু নির্বাচনের পর নীতিশকেই যে মুখ্যমন্ত্রী করা হবে তা স্পষ্ট করেননি অমিত শাহ। তেজস্বী যাদব। হলফ করেই বলেন বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ আর ক্ষমতায় ফিরবে না।
।।নীতিশ কুমার ও তেজস্বী যাদব।।
বিজেপি এবং তার সুবিধাবাদী জোট থেকে বিহারের মানুষ মুক্তি চাইছে: খাড়গে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি বিবৃতি দিয়ে মন্তব্য করেছেন, আসন্ন নির্বাচনে বিহারের মানুষ বিজেপির “সুবিধাবাদী জোট” ভেঙে দেবে। “বিহার নির্বাচনে, আমরা বিহারের জনগণকে একটি শক্তিশালী, ইতিবাচক, ন্যায়সঙ্গত এবং কল্যাণমুখী বিকল্প দেব। বিজেপি এবং তার সুবিধাবাদী জোট থেকে বিহারের মানুষ মুক্তি চাইছে। যুব, কৃষক-শ্রমিক, মহিলা, অনগ্রসর, অত্যন্ত পিছিয়ে পড়া এবং সমাজের অন্যান্য সকল শ্রেণীর মানুষ মহাজোটবন্ধন সরকার চায়,” খাড়গে বলেন।
২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। জয় পেয়েছিল ১৯টি আসনে। ৭৫টিতে জয় পেয়েছিল আরজেডি।
।।বিজ্ঞাপন।।
প্রসঙ্গত,২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। জয় পেয়েছিল ১৯টি আসনে।আরজেডি ১৪৪টি আসনে লড়াই করে ৭৫টিতে জয়ী হয়েছিল।। সিপিআই(এমএল)-এর অসাধারণ ফলাফল ছিল। তারা ১৯টি আসনের মধ্যে ১২টি জিতেছিলো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, আরজেডি চারটি, কংগ্রেস তিনটি এবং সিপিআই(এমএল)-এর দুটি আসন লাভ করে।