চুরাইবাড়ি ডেস্ক ২৩ এপ্রিল।।

             যান দূর্ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুর্ঘটনার পেছনে এক ক্রেশার মালিকের গাড়ি জড়িত সন্দেহে চরম ভাংচুর চালানো হয় ক্রেশারের অফিস রুম সহ সমস্ত এলাকায়। ঘটনা গত শনিবার সন্ধ্যা রাতে। এদিন বিকেল বেলা ধর্মনগর উপ্তাখালির সিলেটিক্যাম্প এলাকায় ছিল চড়ক মেলা। আর এই মেলা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক নির্মল দাস(২৬) দ্রুত গতিতে বাইক নিয়ে আসার সময় ভারত স্টোন ক্রেশার এর সামনে একটি ডাম্পার গাড়ির পেছনে স্বজোড়ে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের উপর পড়ে থাকে। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে আহত নির্মল দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। অপরদিকে এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে একদল উশৃংখল যুবক ও মাঝ বয়সী ব্যক্তিরা ঐদিন রাতেই স্থানীয় ভারত স্টোন ক্রেশারে গিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। মারধোর করে মালিক গোপাল চন্দ্র দেব এবং চয়ন দেশমুখকে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন চয়ন দেশমুখ।


তাছাড়াও তাদের অফিস রুমে ভাংচুর চালানো হয় এবং নগদ পাঁচ লক্ষ বাইশ হাজার টাকা হাতিয়ে নেয় বলে চরম অভিযোগ করে ক্রেশার মালিকরা। সঙ্গে সঙ্গে গুরুতর আহত চয়ন দেশমুখকে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে গেলে সেখানে তার নাক, মাথা ও শরীরের বিভিন্ন হাড়ের অপারেশন চলছে বলে জানায় ক্রেশার কর্তৃপক্ষ। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই দিন রাতে ভাংচুর ও মারধর করে আক্রমণকারীরা শান্ত হয়নি। পরেরদিন পুনরায় ওই উশৃঙ্খল যুবকরা ক্রেশারে গিয়ে ভাংচুর চালায় এবং তাদের অফিসে থাকা ফেন, সিসিটিভি ক্যামেরা সহ যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে ফেলে এবং এলপিজি সিলিন্ডার সহ বিভিন্ন দামি জিনিস লুট করে নেয়। ভাঙচুর করা হয় প্রায় আট থেকে দশটি ডাম্পার গাড়ি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি লক্ষ টাকা হলে জানান ক্রেশার মালিক গোপাল বাবু।


তাদের বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই দেওয়ার যে বিল বই রয়েছে সেগুলিও হাতিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। তাতে বহু লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছে ক্রেশার মালিকরা। ফলে দুষ্কৃতিকারীদের নামধাম জানিয়ে পানিসাগর থানায় লিখিত মামলা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে এলাকায় পুলিশ ও টিএসআর মোতায়ন রয়েছে। তাছাড়া তারা জানান রাস্তায় গাড়ি দুর্ঘটনা হয়েছে এতে করে একটি ক্রেশার প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলা করার কি উদ্দেশ্য হতে পারে। এতে এলাকাবাসীসহ সকলেই হতবাক হয়ে যান। এখন দেখার প্রশাসন সম্পূর্ণ ঘটনার তদন্ত করে কি আইনি প্রক্রিয়া গ্ৰহন করে।

#Tripura #Dharmanagar #Stone #JM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *