ডেস্ক রিপোর্টার, ২৪ এপ্রিল।।
      “জনগনের জন্য বিভিন্ন পরিষেবার গুনমান সুনিশ্চিত করা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডকে তরান্বিত করার জন্য সর্বদা সচেষ্ট রাজ্যের বিজেপি সরকার।”- জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তার জন্যই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এদিন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন স্মার্ট সিটি অফিসে। সেখানে তিনি স্মার্ট সিটির বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খোঁজ খবর করেন।
মুখ্যমন্ত্রী জনিয়েছেন, স্মার্ট সিটি মিশনের অন্তর্গত আগরতলার উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে বদ্ধপরিকর রাজ্য সরকার। ইতোমধ্যেই, গুনমান বজায় রেখে বেশিরভাগ কাজ তাঁর চুড়ান্ত পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে।এই প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবগত হতেই শহরী বিকাশ ভবনের আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের অফিস পরিদর্শন করেন। একই সাথে পানীয় জলের নিয়মিত যোগানে কর্মরত জল বোর্ডের অফিসটিও পরিদর্শন করে।

।গান্ধীগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে রোগীর সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, বড় হাসপাতালগুলোর পাশাপাশি পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে  চিকিৎসা পরিষেবাকে গ্রামীণ জনপদে সহজলভ্য করে তুলতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর প্রতি ক্রমাগত নজর দিচ্ছে রাজ্য সরকার ।এই দিশাকে সামনে রেখেই গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে ব্যাবস্থাপনা খতিয়ে দেখেন এবং উপস্থিত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলেন।

#Tripura #agt #chiefminister# surprise#visit#Janatarmashal


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *