কৈলাসহর ডেস্ক,৬ মে।।
রাবার বাগান থেকে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হলো এক শ্রমিকের। আহত আরো ছয় জন। আহতরাও প্রত্যেকেই রাবার বাগানের শ্রমিক। মৃত শ্রমিকের নাম গৌতম রায়। ঘটনাস্থল ফটিকরায়ের কাঞ্চনবাড়ি এলাকায়। মঙ্গলবার বিকালে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা কাঞ্চন বাড়ি অঞ্চলে। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পাঠানো হয় কৈলাসহর হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসাধীন।বাদবাকিদের কাঞ্চন বাড়ি স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন গৌতম রায় সহ বাদবাকি আরো ছয় জন একসঙ্গে গিয়েছিলেন রাবার বাগানে। দিনভর কাজ করে রাবার বাগান থেকে ফেরার পথে বৃষ্টিতে আটকে যায় তারা। তখন রাস্তার পাশেই একটি গাছের নিচে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই যমরুপি বজ্র বিদ্যুৎ বিকট শব্দ করে আছড়ে পড়ে গাছের নিচে দাঁড়িয়ে থাকা গৌতম রায় সহ অন্যান্য শ্রমিকদের উপর। ঘটনাস্থলেই বজ্রাঘাতে উপস্থিত শ্রমিকরা মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনা দেখে ছুটে আসে গ্রামের লোকজন তাদেরকে নিয়ে যাওয়া হয় কাঞ্চন বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গৌতম সহ আরো তিনজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় কৈলাসহর হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা রাবার শ্রমিক গৌতম রায়কে মৃত বলে ঘোষনা করে।নেপাল গোপ ও তপন শীল নামে আরো দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
ময়না তদন্তের জন্য গৌতম রায়ের লাশ রাখা হয়েছে হাসপাতাল মর্গে।বুধবার ময়না তদন্তের শেষে গৌতমের মৃতদেহ তুলে দেয়া হবে তার পরিবারের হাতে। প্রসঙ্গত, গৌতম রায় ছিল তাঁর পরিবারের এক মাত্র আয়ের উৎস। গৌতমের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছে।
#tripura #fatikroy #rain# t@hundering#labour# d@ead#JM
