ডেস্ক রিপোর্টার,৮ মে।।
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে ভারতীয় সৈনিক ল্যান্স নায়েক দীনেশ কুমার শর্মা(৩২) নিহত হন। বুধবার গভীর রাতে এই ঘটনা। দীনেশ কুমারের বাড়ি হরিয়ানার মোহাম্মদপুর গ্রামে।তিনি ভারতীয় সেনার ৫ম ফিল্ড রেজিমেন্টে কর্মরত ছিলেন। ২০১৪ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন দীনেশ কুমার। সম্প্রতি তাঁকে ল্যান্স নায়েক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পাকিস্তানী সেনার গোলাবর্ষণের ফলে কাশ্মীরে সাধারণ নাগরিকদেরও মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। তথ্য অনুযায়ী, ভারতের ১৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪০ জনেরও বেশি। কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট, মেন্ধার এবং মানকোট সহ বেশ কয়েকটি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দারা আশ্রয় এবং সরবরাহের জন্য তাড়াহুড়ো করছে। চলমান সংঘর্ষের ফলে কাশ্মীরে বেসামরিক বিমান চলাচল বন্ধ এবং স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পাক সেনাদের পাল্টা জবাব দিচ্ছে ভারত। পাক সীমান্তে শুরু হয়েছে মৃত্যুর মিছিল।