চুরাইবাড়ি ডেস্ক ,১৪ মে।।
               ছিঃ, ছিঃ। কদমতলা রাম ঠাকুর মন্দির নির্মাণেও দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। এই আভিযোগ তুললেন খোদ এলাকার বিধায়ক। মন্দির নির্মাণের টাকাও দেওয়া হয়েছে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে। এই ঘটনা উওর জেলার কদমতলাতে।
          বহুদিন ধরেই কদমতলা এলাকায় শ্রী শ্রী রামঠাকুর মন্দির নির্মাণের দাবী করে আসছিলেন স্থানীয় লোকজন। তারা এই দাবী নিয়ে দ্বারস্থ হয়েছিলেন এলাকার বাম বিধায়ক ইসলাম উদ্দিনের কাছে। বিধায়ক তাতে সায় দিয়েছিলেন। এই ঘটনা ২০২২-২৩। এই অর্থবর্ষেই এলাকার বাম বিধায়ক ইসলাম উদ্দিন রাম ঠাকুর মন্দির নির্মাণের জন্য ১১ লক্ষ ৭১ হাজার ৭৫ টাকা বরাদ্দ করেছিলেন। টেন্ডারের মাধ্যমে কাজের বরাত পেয়েছিলেন ঠিকাদার নীতিশ দেবনাথ। এই নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ছিলেন গৌতম দেবনাথ।

।বিধায়ক ইসলাম উদ্দিন ও মন্দির কমিটির লোকজন।

“নির্মাণ কাজে নিম্নমানের ইট বালি রড ব্যবহার করেন ঠিকাদার। তাকে বহুবার বলার পরও কর্নপাত করেনি।মন্দিরের দরজাও খুব নিম্ন মানের। অল্প কিছু দিনের মধ্যেই তা নষ্ট হয়ে যাবে।”- মন্দির পরিদর্শনে গিয়ে একথা বলেছেন এলাকার বিধায়ক ইসলাম উদ্দিন। তিনি বুধবার  নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন মন্দির চত্বরে। সেখানে নিজের চোখেই মন্দিরের নিম্ন মানের কাজে ছিড়ি দেখে আসেন। মন্দির কমিটির লোকজন বিধায়কের কাছে উগলে দেন সমস্ত ক্ষোভ। বিধায়ক বলেন, মন্দিরের গম্বুজটিও বাকা।

      মন্দির কমিটির সম্পাদক সুজিত আচার্য জনিয়েছেন , মন্দিরের  নিম্নমানের কাজের উপাখ্যান তারা লিখিত ভাবে জানাবেন মহকুমা শাসকে। এবং পুনরায় মন্দির নির্মাণের দাবী জানাবেন।

#Tripura #North #Dist #Kadamtala #Ramthakur #Mandir#construction# corruption#JM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *