চুরাইবাড়ি ডেস্ক , ১৪ মে ।।
ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে নজির গড়লো ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের ছোট্ট শ্রেয়াংশ। মানব শরীরের বিভিন্ন অংশের নাম বলে এবং কুড়িটি পশুপাখী চিহ্নিত করে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে মেডেল ও শংসাপত্র পেলো এই খুদে প্রতিভাবান। তার সাফল্যে গর্বিত তার বাবা-মা সহ এলাকার মানুষ।ধর্মনগরের চন্দ্রপুর দুই নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লী এলাকার বাসিন্দা বিশ্বজিত শাস্ত্রী ও স্বপ্না দাসের একমাত্র ছেলে শ্রেয়াংশ। বয়স তার মাত্র উনিশ মাস। কিন্তু এই বয়সেই নিজের অসাধারন প্রতিভার জোরে ভারতের রেকর্ড সংগ্রহকারী সংস্থার তালিকায় অন্তর্ভূক্ত হলো এই খুদের অনবদ্য প্রতিভা।

এখনো কথাও তার ফোটেনি ঠিকমতো। এরই মাঝে মানব শরীরের বারোটি অংশের নাম এবং কুড়িটি পশুপাখী চিহ্নিত করা সহ সে তৈরী করতে পারে ভারতের মানচিত্র। তার বাবা বিশ্বজিত শাস্ত্রী জানান,তেরো মাস বয়স থেকেই এসব অনায়াসে করতে পারতো ছেলে। তা দেখে প্রথমে ১৬ মাস বয়সে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে ছেলের যাবতীয় তথ্য পাঠান তিনি।

কিন্তু তখন কম বয়সের জন্য সেসব প্রত্যাখ্যান করে সংস্থা। পরবর্তীতে ১৮ মাস বয়সে অর্থাৎ চলতি বছরের ১৩ এপ্রিল তারা আবারো চেষ্টা করেন ছেলের কৃতিত্ব তুলে ধরতে। এর পরই আসে সাফল্য। ছেলের প্রতিভায় স্বিকৃতি দেয় ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস। গত ২৮ এপ্রিল সংস্থার তরফ থেকে ছেলের নামে তাদের হাতে আসে মেডেল সংশাপত্র সহ একটি কলম। ছেলের এই সাফল্যে আপ্লুত তার বাবা-মা সহ এলাকার মানুষ।
#Tripura#Dharma nagar#indian #book of Record #JM