ডেস্ক রিপোর্টার,১৪ মে।।
                   ” অপারেশন সিঁদুর”- র মাধ্যমে কাশ্মীরের পেহেলগ্রাম জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। একই সঙ্গে রণক্ষেত্রে প্রতিবেশী পাকিস্তানকে উপযুক্ত জবাবও দেওয়া হয়েছে। এই সাফল্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় সেনার।
” অপারেশন সিঁদুর”- র সাফল্যকে কুর্নিশ জানিয়ে ভারতীয় জনতা পার্টি ও সুশীল সমাজ আগরতলা রাজপথে বিশাল তিরঙ্গা র‍্যালি করে। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ বিজেপি নেতৃত্ব পা মিলিয়েছিলেন অনুষ্ঠিত মিছিলে। রাজ্যের সুশীল সমাজের প্রতিনিধিরাও নরেন্দ্র মোদি ও ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য কুর্নিশ জানিয়েছেন। তারাও শামিল হয়েছিলেন এদিনের মিছিলে।


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতের বীর সেনাবাহিনীর অদম্য পরাক্রম ও যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  সুদৃঢ় নেতৃত্বে পহলগামে হওয়া পাকিস্থানের মদতপুষ্ট কাপুরুষোচিত ও বর্বর হত্যালীলার বিরুদ্ধে দেওয়া যোগ্য জবাব ‘অপারেশন সিঁদুর’কে কুর্ণিশ জানিয়ে সুশীল সমাজের সকল অংশের নাগরিকদের বিপুল উপস্থিতিতে সুবিশাল তিরঙ্গা র‍্যালি অনুষ্ঠিত হয় রাজধানীতে।

#Tripura #Agt #teranga #really#JM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *