ডেস্ক রিপোর্টার,২২ নভেম্বর।।
সিপিআইএমের আক্রমণে গুরুতর জখম তিন বিজেপি কর্মী।ঘটনা বিলোনিয়ার কালিনগরে। আহত বিজেপি’র কর্মীরা হলো শিবু রায় বর্মন,সুশান্ত দত্ত ও উদ্ধব দত্ত।সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ এই ঘটনা।আহত বিজেপি’র কর্মীদের চিকিৎসা চলছে বিলোনিয়া হাসপাতালে। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি’র পক্ষ থেকে থানায় দায়ের করা হয়েছে মামলা।তবে এখনো নেই গ্রেফতার। এলাকায় বিরাজ করছে তীব্র উত্তেজনা।
