আমতলা বাজারে ব্যবসায়ীরা জানিয়েছেন, রোজকার মতোই বৃহস্পতিবার রাতে দোকানের ঝাপ বুজিয়ে তারা চলে যান বাড়িতে। আড়াইটা নাগাদ বাজার এলাকার লোকজন দেখতে পান আগুনের লেলিহান শিখা সঙ্গে সঙ্গে তারা খবর দেন দমকল বাহিনী ও পুলিশকে । খবর পেয়ে ছুটে আসেন ব্যবসায়ীরাও। আগুনের তীব্রতা ছিল অনেক বেশি আগুন এক দোকান থেকে অপর দোকানে লাফিয়ে লাফিয়ে তার জ্বলন্ত ডানা  বিস্তার করে।

চুরাইবাড়ি ডেস্ক ২৩ মে ।।

              নাশকতার আগুনে পুড়লো নয়টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে। ঘটনাস্থল

উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড় আমতলা বাজার।রাত প্রায় আড়াইটা নাগাদ ঘটে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। কিন্তু আগুনের উৎস কি? তা নিয়ে দধন্দে সবাই। ব্যবসায়ীদের প্রাথমিক অনুমান, নাশকতার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা রাতের আঁধারে আমতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত করেছে। ব্যবসায়ীদের বক্তব্য, নয়টি দোকানে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা।

                 আমতলা বাজারে ব্যবসায়ীরা জানিয়েছেন, রোজকার মতোই বৃহস্পতিবার রাতে দোকানের ঝাপ বুজিয়ে তারা চলে যান বাড়িতে। আড়াইটা নাগাদ বাজার এলাকার লোকজন দেখতে পান আগুনের লেলিহান শিখা সঙ্গে সঙ্গে তারা খবর দেন দমকল বাহিনী ও পুলিশকে । খবর পেয়ে ছুটে আসেন ব্যবসায়ীরাও। আগুনের তীব্রতা ছিল অনেক বেশি আগুন এক দোকান থেকে অপর দোকানে লাফিয়ে লাফিয়ে তার জ্বলন্ত ডানা  বিস্তার করে।


সংশ্লিষ্ট অঞ্চলের রাস্তা খারাপ থাকার কারণে দমকল ইঞ্জিন সঠিক সময়ে অকুলস্থলে পৌঁছাতে পারেনি। স্বাভাবিকভাবেই আগুন নিয়ন্ত্রনে দেরি হওয়াতে নিঃস্ব হয়ে যায় দোকানের ব্যবসায়ীরা। বাজারে থাকা মুদি দোকান থেকে ওষুধের দোকান, কাপড়ের দোকান থেকে সেলুন সবই ঝলসে যায় আগুনের গ্রাসে। শুক্রবার সকালে বাজারের ব্যবসায়ীরা কদমতলা থানায় জিডি এন্ট্রি করেন। তারা অগ্নিকাণ্ডের সঠিক তদন্তের দাবি জানান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারী ভাবে ক্ষতিপূরণ দেওয়ার আওয়াজ তোলেন।

#Tripura #kadamtala #Fire #incedient #Janatar# Mashal #


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *