ডেস্ক রিপোর্টার,২৯ জুন।।
আচমকা সিদ্ধান্ত পরিবর্তন। রাজ্যে আসছেন না বিজেপির কেন্দ্রিয় টিম।রবিবার বিকাল তিনটার ইন্ডিগোর বিমানে তাদের রাজ্যে আসার কথা ছিলো। কিন্তু এদিন সকালে বিমানের পাঁচটি টিকিট ক্যানসেল করে দেওয়া হয়। টিকিট নম্বর ছিলো 1( A,B,C,D,E)। এই বিমানে রাজ্যে আসার কথা ছিলো কেন্দ্রীয় মন্ত্রী জোরাম উরাম। বিজেপির কেন্দ্রিয় নেতা সম্বিত পাত্রা ,প্রভারী রাজদীপ রায় সহ আরও দুই জন।
বিমানটি দুপুর ১২টা ১৫তে দিল্লি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। বিকাল তিনটায় পৌঁছবে আগরতলায়। হঠাৎ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত কেন? প্রশ্ন কর্মীদের। তাদের বক্তব্য, এর আগে কখনো প্রদেশ সভাপতি নির্বাচন নিয়ে এতো জল ঘোলা হয় নি। বিজেপির একটি সূত্রের দাবি, এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসছেন না। বরং রাজ্য নেতৃত্বকে দিল্লিতে জরুরি তলপ করা হয়েছে। দিল্লিতেই রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে নতুন প্রদেশ সভাপতির নাম চূড়ান্ত করবে কেন্দ্রীয় নেতৃত্ব। এরপর আনুষ্ঠানিক ভাবে দলের সাংবিধানিক প্রথা অনুযায়ী নিয়ম রক্ষার জন্য হবে নির্বাচন।
