মাস আগে জাতীয় সড়কের কাছে থাকা পানীয় জলের পাইপলাইনের ওপর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে পাইপটি ফেঁটে যায়। তারপর থেকে বারবার সংশ্লিষ্ট দপ্তরে মেরামতির আবেদন জানানো হলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তেলিয়ামুড়া ডেস্ক,২৯ জুন।।
দীর্ঘ এক মাসেরও অধিক সময় ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ের জনজাতি অধ্যুষিত ৩৫ মাইল এলাকার বাসিন্দারা। অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শনিবার আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছিলো ক্ষুব্ধ জনজাতি অংশের লোকজন। স্থানীয়দের অভিযোগ, দেড় মাস আগে জাতীয় সড়কের কাছে থাকা পানীয় জলের পাইপলাইনের ওপর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে পাইপটি ফেঁটে যায়। তারপর থেকে বারবার সংশ্লিষ্ট দপ্তরে মেরামতির আবেদন জানানো হলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলস্বরূপ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসীরা—জঙ্গল থেকে বা অনেক দূরের ঝর্ণার জল সংগ্রহ করে দিন কাটাতে হচ্ছে বহু পরিবারকে।বিষয়টি নিয়ে বারবার অবহিত করা হলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয় তারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পাইপলাইন সংস্কারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নিয়েছিল গ্রামবাসীরা।এলাকাবাসীরা জানান, তারা আর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছেন না—এবার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এটি শুধু একটি পাইপলাইন নয়, এটি এক গ্রামের বেঁচে থাকার প্রশ্ন—এমনই মন্তব্য উঠে আসে বিক্ষুব্ধ জনতার কণ্ঠে।
জনজাতিদের এই জল সঙ্কট নিয়ে কোনো বক্তব্য নেই স্বঘোষিত রাজা প্রদ্যুৎ কিশোরের। অথচ প্রতি মুহূর্তে প্রদ্যুৎ জনজাতিদের স্বার্থের কথা বলে গরম করছেন রাজনীতির বাজার।