চুরাইবাড়ি ডেস্ক, ৩০ জুন ।।

     পানীয় জলের দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের জাতীয় সড়ক অবরোধ। ঘটনা চুরাইবাড়ি থানাধীন খেরেংজুরি জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পানীয় জলসহ,স্নান ও অন্যান্য কাজের জন্য ব্যবহৃত জল না থাকায় চরম বিপাকে পড়তে হয়েছে তাদের। জল সংকটের এই বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রিন্সিপাল ম্যাডামকে জানানো হলেও তিনি কোন সুরাহা করতে পারেননি। বিষয়টি জানানো হয়েছে ধর্মনগর ডি ডব্লিউ এস দফতরকেও। কিন্তু তাদের এই পানীয় জল সরবরাহ হচ্ছে ডি ডব্লুউ এস দপ্তরের চুরাইবাড়িস্থিত রির্জাভ ট্যাংক থেকে। অজ্ঞাত কারণে নিয়মিত পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে না।

এদিকে এই কেন্দ্রীয় জহর নবোদয় বিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। এখানে প্রতিদিন হাজার হাজার লিটার জলের প্রয়োজন। তারা জল সংকটে ভুগতে থাকায় আজ রবিবার ছুটির দিনে তাদের বাড়ি থেকে তাদের পরিবারের লোকজনটা ছুটে আসেন এবং সকলে মিলে আসাম ত্রিপুরা ৮নং জাতীয় সড়ক অবরোধে বসেন। অবশ্য সংবাদ দেখা পর্যন্ত কোন উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে আসেন নি। তবে প্রিন্সিপাল  জল সংকটের বিষয়টি স্বীকার করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *