ডেস্ক রিপোর্টার, ১লা জুলাই।।
        “লিখে নিন,বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতীশ কুমারের বিদায় পাকা। বিহার পাবে এক নতুন মুখ্যমন্ত্রীকে।” বিহার নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেছেন দেশের ভোট কৌশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর।
      চলতি বছরের শেষ লগ্নে বিহারের বিধানসভা নির্বাচন। সম্ভবত নভেম্বর মাসেই অনুষ্ঠিত হবে নীতীশ
কুমারের রাজ্যের ক্ষমতা দখলের চূড়ান্ত লড়াই। স্বাভাবিকভাবেই গোটা বিহার জুড়ে এখন চলছে ভোট আবহ। এই পরিস্থিতিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোর জানিয়েছেন,  নীতীশ কুমার আর বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন না। বিহারের ৬০ শতাংশ মানুষ এখন নীতীশকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন না।
     প্রশান্ত কিশোর বলেন,নীতীশ কুমার এখন বয়সের ভারে ন্যুব্জ। তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। তাই মঞ্চে বসে ভুলে যান প্রধানমন্ত্রীর নাম। জাতীয় সংগীত চলার সময় তিনি বুঝতেই পারেন না এটা কি? এরকম একজন অসুস্থ লোককে দিয়ে বিহার চলবে না। বরং এই মুহূর্তে নীতীশকে রাজনীতি থেকে বিদায় নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন প্রশান্ত কিশোর।
        বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন ও দেশের লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন সময়ে ভবিষ্যৎবাণী করেছিলেন বিহারের ভূমি পুত্র প্রশান্ত কিশোর। তথ্য বলছে, অনেক ক্ষেত্রেই ভোট যুদ্ধে সাদৃশ্য খুঁজে পাওয়া গিয়েছে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীর। এবার নীতীশ কুমারকে নিয়ে প্রশান্ত কিশোরের করা ভবিষ্যৎবাণী কি মিলবে? তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুটা দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *