চুরাইবাড়ি ডেস্ক, ২ জুলাই।।
             চুরি কাণ্ডের চব্বিশ ঘণ্টার মধ্যেই তদন্তে নেমে পুলিশের বাইক উদ্ধার পার্শ্ববর্তী রাজ্য অসম থেকে।
এই বাইক উদ্ধারের ঘটনায় অল্প হলেও স্বস্তির নিঃশ্বাস পড়েছে চুরাইবাড়ির জনমনে। ড্রাগসের নেশায় আসক্ত যুবকরা এই চুরির ঘটনাগুলির সঙ্গে জড়িত। এমনটাই দাবী তদন্তকারি পুলিশের। চুরাইবাড়ি থানা পুলিশের যুক্তি, সংশ্লিষ্ট যুবকরা নেশা সেবন না করতে পারলে নিজেদের শরীরকেই তারা ক্ষতবিক্ষত করে নেয়। এই পরিস্থিতিতে এই সমস্ত মাদক আসক্ত যুবকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকেও হিমসিম খেতে হচ্ছে। এই সুযোগকরে কাজে লাগিয়ে নেশাগ্রস্ত যুবকরা ধারাবাহিকভাবে করছে হাত সাফাই।
     গত ৩০ জুন ভোররাতে চুরাইবাড়ি নেতাজিপাড়া থেকে একটি বাইক চুরি হয়। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে অন্য একটি ঘটনায় চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয়।সপ্তাহখানেক আগে রবিদাস পাড়া  থেকে চুরি হয়েছিল বাইকটি।মঙ্গলবার পার্শ্ববর্তী রাজ্য অসমের দুবাগ থেকে পুলিশ বাইকটি উদ্ধার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *