ডেস্ক রিপোর্টার, ২ জুলাই।।
ইন্দো – বাংলা সীমান্ত ডিঙ্গিয়ে রাজ্যে ফেনসিডিল নিতে এসে গ্রেফতার এক বাংলাদেশী যুবক। তার নাম হোসেন মিয়া। বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার উত্তরমুড়া। পুলিশ তার কাছ থেকে ২৫টি ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে। বুধবার ধৃত বাংলাদেশী যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।
আগরতলা পশ্চিম থানার ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং জানিয়েছেন, মঙ্গলবার বিকালে লঙ্কামুড়া সীমান্তে রুটিন মাফিক টহলে বের হয়েছিল রামনগর ফাঁড়ির পুলিশ।তখন সীমান্ত এলাকায় সন্দেহ ভাজন এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।এবং তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়।তখন ব্যাগ থেকে বেরিয়ে আসে ফেনসিডিলের বোতল সমেত প্যাকেট।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত হোসেন মিয়া জানায়, সে বাংলাদেশি নাগরিক।ফেনসিডিল নিতে এসেছে আগরতলায়। তবে কোথায় থেকে কার কাছ থেকে এই ফেনসিডিল সংগ্রহ করেছে বাংলাদেশী হোসেন মিয়া? তা অবশ্যই জানতে পারে নি পুলিশ।
এই ঘটনা প্রমাণ করে রাজ্যের ইন্দো – বাংলা সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা এখনো আঁটোসাঁটো নয়।
