চুরাইবাড়ি ডেস্ক , ২ জুলাই ।।
সামান্য এক পশলা বৃষ্টিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো কয়েকটি বিদ্যুতের খুঁটি। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় পরিবাহী তারও। আতঙ্কিত পথচারীরা দৌড়ে বাঁচলেন।যদিও কোন ধরনের হতাহতের খবর নেই।এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর জেলার চুরাইবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায়।
জানা গেছে, বুধবার দুপুরে এক পশলা বৃষ্টিতে চুরাইবাড়ি রেলওয়ে ত্রিমাথা থেকে চুরাইবাড়ি রেল স্টেশন সংযোগী রাস্তার উপর দুটি খুঁটি হুড়মুড়িয়ে ভেঙ্গে রাজপথে লুটিয়ে পড়ে। সেই সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক সহ বাইক চালক ও পথচারীরা অল্পতে প্রাণে বাঁচেন।স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ পাল ও উস্তার আলী জানান, বিদ্যুতের খুঁটিগুলো ছিল বহু পুরনো। প্রায় পঞ্চাশ বছর পূর্বের অর্থাৎ সেই মান্ধাতা আমলের। তাদের মতে, খুঁটিগুলোর অবস্থা জরাজীর্ণ। এতদিন মেরামতির উদ্যোগ না নেওয়ার ফলেই ঘটেছে এই বিপত্তি।তবে দুর্ঘটনার সময় বিদ্যুৎ পরিবাহী তারে যদি বিদ্যুৎ থাকতো অথবা যদি কোন গাড়ি ও মানুষের উপর খুঁটি গুলি পড়তো তাহলে বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হতো। তাঁরা জানিয়েছেন, অতিসত্বর ওই এলাকায় সমস্ত পুরনো বিদ্যুতের খুঁটি পরিবর্তন করা প্রয়োজন বিদ্যুৎ দপ্তরের।
ঘটনার পর পরই যুদ্ধকালীন তৎপরতায় খুঁটি ও বিদ্যুৎ লাইনের তার মেরামতির কাজে হাত লাগায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। যদিও ঘন্টা খানেক সময় ধরে বন্ধ থাকে ব্যস্ততম এই রাস্তা দিয়ে যান চলাচল।পরে বিদ্যুৎ কর্মীরা পড়ে যাওয়া খুঁটি ও বিদ্যুতের তার সরিয়ে স্বাভাবিক করেন যান চলাচল।তবে চুরাইবাড়ি ফিডার ম্যানেজার মতিলাল নাথের অনুপস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে প্রশ্ন ও ক্ষোভ। স্থানীয়দের দাবি,ফিডার ম্যানেজারকে আজ পর্যন্ত ভালোভাবে চুরাইবাড়ি বাসী চোখেঁই দেখেন নি।