ডেস্ক রিপোর্টার,২৯ নভেম্বর।।
পুর ও নগর ভোটে বিশাল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি’র সভাপতি ডা: মানিক সাহাকে অভিনন্দন জানান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “ত্রিপুরার মানুষ যে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন, এই জয়েই তা প্রমাণ করে। বিজেপি সরকার প্রধানমন্ত্রীর দেখানো পথ ধরেই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবে”।
পুর ও নগর ভোটে বিরোধীদের হোয়াইট ওয়াশের পর বিজেপির রাষ্ট্রীয় সভাপতি ডাঃ জেপি নাড্ডাও ফোন করে সমস্ত রাজ্যবাসীকে অভিনন্দন জ্ঞাপন করেছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন,যে এরূপ কার্যকলাপের মাধ্যমেই কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ত্রিপুরা রাজ্য পেয়ে যাবে।এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী সহ উত্তর প্রদেশ,অসমের মুখ্যমন্ত্রীরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
