আগরতলা, ২ জুলাই।।
         পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি উৎসব, মেলা ও প্রদর্শনী। এদিন সকাল ১১টায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী এই মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক স্বপ্না দেববর্মা, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধায়ক তথা খার্চি উৎসবের কার্যকরী কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. বিশাল কুমার, জিরানীয়ার মহকুমা শাসক অনিমেষ ধর এবং বিশিষ্ট সমাজসেবী রাজেশ ভৌমিক।
     এদিকে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘চিরাচরিত এই উৎসব জাতি জনজাতি অংশের মানুষের মেলবন্ধনের অন্যতম প্রধান উৎসব। শান্তি এবং সম্প্রীতিকে সুদৃঢ় করার বার্তা বহন করে খার্চি উৎসব। এই উৎসব রাজ্যবাসীর জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক। চতুর্দশ দেবতার কাছে এটাই আমাদের প্রার্থনা’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *