তেলিয়ামুড়া ডেস্ক, ৩ জুলাই।।
               ১৭ দফা সুনির্দিষ্ট দাবির সমর্থনে বামপন্থী সংগঠনসমূহ যৌথভাবে দেশজুড়ে আগামী ৯ জুলাই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ইতিমধ্যে এই ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত বামপন্থীরা তাদের কর্মসূচি পালন করছে। এর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার তেলিয়ামুড়াতে সিপিআইএমের  বিভিন্ন গন সংগঠন সমূহের যৌথ উদ্যোগে মিছিল সংঘটিত হয়। এই মিছিলে উপস্থিত বিভিন্ন স্তরের বামপন্থী নেতা -কর্মী-সমর্থকরা। আগামী ৯ জুলাইয়ের ধর্মঘটকে সর্বতোভাবে সফল করার জন্য বাম নেতৃত্ব রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আহবান করেন। মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে এক জায়গাতে জমায়েত হয়ে করে সভা।
   উপস্থিত বাম নেতৃত্বের কথায়, শ্রম কোড বাতিল করা , রেগার মজুরি বৃদ্ধি, শ্রমদিবস বৃদ্ধি সহ ১৭ দফা দাবিতে তারা এই আন্দোলন কর্মসূচি নিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *