কৈলাসহর ডেস্ক, ৬ জুন।।
                   নাশকতার আগুনে ভস্মিভূত অসহায় – দরিদ্র মহিলার বসত ঘর। দগ্ধ হলো বাড়িতে থাকা তার কিছু গবাদি পশু। দুষ্কৃতিদের উদ্দেশ্য ছিল গোটা পরিবারকে ঘরের মধ্যে জীবন্ত জ্বালিয়ে দেওয়া।
ঘটনা কৈলাসহর ইরানি থানার পূর্ব ইরানি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। রবিবার গভীর রাতে এই ঘটনা। মহিলা ইরানি থানায় একটি মামলা দায়ের করেছেন।ঘটনার তদন্ত করছে পুলিশ।
      পূর্ব  ইরানি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায় একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বসবাস করেন এক অসহায় মহিলা। রবিবার রাতের আঁধারে দুষ্কৃতীরা তার বসত ঘরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়।তখন ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন মহিলা ও তার ছেলে। ঘুমের মধ্যে আগুনের তাপ শরীরে অনুভূত হওয়ার পর তারা চোখ খুলতেই দেখে গোটা ঘর আগুনের গ্রাসে। সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায়। ছুটে আসে আশপাশ এলাকার লোকজন। ততক্ষণে বসত ঘরের আগুন লাফিয়ে লাফিয়ে চলে যায় তার গবাদি পশুর ঘরে। অসহায় মহিলা ও তার পুত্র সন্তানের চোখের সামনেই একের পর এক ঝলসে যায় তাদের আদরের গবাদি পশু গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। কিন্তু তার আগেই অসহায় মহিলার ঘর সমস্ত আসবাবপত্র গবাদি পশু চলে যায় নাশকতার আগুনের গ্রাসে। সর্বস্বান্ত হওয়া এই মহিলা জানিয়েছেন, “এই অগ্নিকাণ্ডে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা। তার অনুমান নাশকতার উদ্দেশ্য নিয়েই রাতের আঁধারে তার ঘরে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল তাকে ও তার ছেলেকে ঘরের মধ্যে জীবন্ত জ্বালিয়ে দেওয়া।মহিলার আভিযোগ মূলে তদন্ত করছে পুলিশ। কিন্তু কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনও উঠে আসে নি পুলিশি তদন্তে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *