ডেস্ক রিপোর্টার, ৮ জুলাই।।
“অপারেশন সিন্দুর – এর সময় সীমান্তে ভারতের প্রতিপক্ষ ছিলো তিন দেশ।এক দেশ দৃশ্যমান হলেও বাকি দুই দেশ ছিলো আড়ালে।”- বক্তা দেশের উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং।সম্প্রতি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI)-এর ‘নিউ এজ মিলিটারি টেকনোলজিস’ প্রোগ্রামে তিনি এই মন্তব্য করেন।
রাহুল সিং স্পষ্ট ভাবেই বলেন, সীমান্তে পাকিস্থান দৃশ্যমান থাকলেও নেপথ্যে ছিলো চিন ও তুরস্ক। ভারতীয় সেনার এই লেফটেন্যান্ট জেনারেল জানিয়েছেন, যুদ্ধের সময় চীন পাকিস্তানকে শুধুমাত্র যুদ্ধের সরঞ্জামই দেয়নি, এই সমস্ত সমরাস্ত্র কিভাবে যুদ্ধক্ষেত্রে কার্যকর করে তোলা যায় তার সমস্ত তথ্য দিয়েছে। একই কাজ করেছে তুরস্ক।
অপারেশন সিন্দুর’ থেকে ভারত কী শিক্ষা নিয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর কোনরকম রাগঢাক করেই ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেন, অনেক ক্ষেত্রে নানান প্রতিকূলতার কারণে সঠিক সময়ে সেনা আর হাতে সামরিক সরঞ্জাম পৌঁছাতে দেরি হয়ে যায়। যদি সঠিক সময়ে সামরিক সরঞ্জাম পৌঁছে যেতো, তাহলে পুরো গল্পের স্ক্রিপটা আরো অন্যরকম হতে পারতো। অবশ্যই রাহুল সিংয়ের এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয় জল্পনাও।
