ডেস্ক রিপোর্টার, ১০ জুলাই।।
“গুরু-শিষ্য পরম্পরা সনাতন সংস্কৃতির এক মহৎ ও প্রাচীন ঐতিহ্য। আত্মিক উন্নয়ন, জ্ঞান ও শৃঙ্খলার এই ধারাবাহিক রীতি আমাদের সমাজকে করেছে আলোকিত ও মূল্যবোধসম্পন্ন।” বলেছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।
বৃহস্পতিবার গুরু পূর্ণিমার এই পুণ্য মুহূর্তে বনমালীপুর মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে তিনি ছুটে যান মঠ চৌমুহনীস্থিত রামকৃষ্ণ আশ্রমে। সেখানে পরম শ্রদ্ধেয় স্বামী শ্রী স্বামী অমর্ত্যানন্দ মহারাজের দ্বারস্থ হন।
রাজীব বলেন, “তাঁর আধ্যাত্মিক বাণী ও শান্তময় উপস্থিতি আমাদের অন্তরস্পর্শী অভিজ্ঞতা প্রদান করেছে। শত সহস্র প্রণাম সেই সকল গুরুকে, যাঁদের জীবন আমাদের পথের প্রদীপ।”
