ডেস্ক রিপোর্টার, ১০ জুলাই।।
গুরু পূর্ণিমাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বৃহস্পতিবার গোটা দেশেই গুরু – শিষ্য পরম্পরা কর্মসূচি পালিত হচ্ছে। ব্যতিক্রম নয় রাজ্যেও। শাসক দলের নেতা – মন্ত্রীরা এই কর্মসূচি পালনে ব্যস্ত। আগরতলা পুর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদারও এই কর্মসূচি পালন করেন। এদিন গুরু পূর্ণিমা উপলক্ষে তিনি রামনগর এলাকার গুরুজনদের বাড়ি বাড়ি যান। প্রতিটি বাড়িতে গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করেন। এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেন।পাশাপাশি গুরুজনদের হাতে তুলে দেন ফল মিষ্টি।
এদিন অন্য একটি অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার ছুটে যান বিজয় কুমার স্কুলে। এখানে বৃহস্পতিবার থেকে শুরুহয়হয়েছে দুদিন ব্যাপী জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি।