স্পোর্টস ডেস্ক,১০ জুলাই।।
রাজ্যে এলেন আসামের ২ জন রেফারী। স্থানীয় রাখল শিল্ড এবং প্রথম ডিভিশন লিগ ফুটবলে ম্যাচ পরিচালনা করার জন্য। ক্লাব গুলো নিয়ে সভায় ঠিক হয়েছিল আসন্ন ফুটবল মরশুমের শেষ দুটি আসরের জন্য ভিন রাজ্য থেকে রেফারি আনা হবে। সেই মোতাবেক আসাম থেকে আনা হলো ২ জন রেফারীকে। বৃহস্পতিবার দুপুরের বিমানে আগরতলা আসেন রেফারী বাজু টিসো এবং ধনেশ শাহ। আগরতলা বিমানবন্দরে ২ রেফারিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নক আউট কমিটির সচিব কৃষ্ণপদ সরকার।শুক্রবার রাখল শিল্ড নক আউট ফুটবলরের উদ্বোধনী ম্যাচে বাঁশী বাজাতে দেখা যাবে ভিন রাজ্যের এই রেফারিদের।