কৈলাসহরের ভগবান নগর এলাকায় ঠিকাদার আব্দুল মান্নান অবৈধভাবে গড়ে তুলেছিলেন বিটুমিনাস প্ল্যান্ট। এই প্ল্যান্টের পাশেই ঊনকোটি জেলা হাসপাতাল। এবং হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের কোয়ার্টার কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে বিটুমিনাস প্ল্যান্টের কালো ধোয়া ও দুর্গন্ধে বিষিয়ে উঠেছিল ঊনকোটি জেলা হাসপাতাল চত্বর।

কৈলাসহর ডেস্ক, ১২ জুলাই।।
                 অবশেষে ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাংবাদিক সম্মেলনের চব্বিশ ঘণ্টার মধ্যেই  টনক নড়ে প্রশাসনের।  জেলা হাসপাতালের পাশে অবৈধভাবে গড়ে উঠা বিটুমিনাস প্ল্যান্টে তালা ঝুলিয়ে দেয় কৈলাসহর মহকুমা প্রশাসন।শনিবার দুপুরে মহকুমা প্রশাসনের এই পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন স্থানীয় লোকজন। এই বিটুমিনাস প্ল্যান্টের মালিক স্থানীয় ঠিকাদার আব্দুল মান্নান। তিনি প্রশাসনকে বোকা বানিয়ে দীর্ঘ দিন ধরেই আবৈধ ভাবে বিতুমিনাই প্ল্যান্ট চালিয়ে উপার্জন করছিলেন কোটি, কোটি টাকা।
       কৈলাসহরের ভগবান নগর এলাকায় ঠিকাদার আব্দুল মান্নান অবৈধভাবে গড়ে তুলেছিলেন বিটুমিনাস প্ল্যান্ট। এই প্ল্যান্টের পাশেই ঊনকোটি জেলা হাসপাতাল। এবং হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের কোয়ার্টার কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে বিটুমিনাস প্ল্যান্টের কালো ধোয়া ও দুর্গন্ধে বিষিয়ে উঠেছিল ঊনকোটি জেলা হাসপাতাল চত্বর। তাতে প্রতিদিন নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ রোগী ও তাদের আত্মীয় পরিজন।তাদের মধ্যে নানান শারীরিক উপসর্গ দেখা যায়। হসপাতালের চিকিৎসক ও স্বার্থ কর্মীরা স্পষ্টভাবেই জানিয়েছেন, বিটুমিনাস প্ল্যান্টের জন্য এই এলাকায় বসবাস করা দুর্বিষহ হয়ে উঠেছে। নানান নতুন রোগের হাতছানি বাড়ছে বিটুমিনাস প্ল্যান্টের কারণের।
        


ঠিকাদার আব্দুল মান্নানের অবৈধভাবে গড়ে উঠা বিটুমিনাস প্ল্যান্ট ভগবান নগর থেকে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সঙ্গে প্ল্যান্টের আশপাশে থাকা লোকজন। তারা সম্মিলিতভাবে কয়েকবার জেলা প্রশাসন মহকুমা প্রশাসন পুলিশ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছেন। তারপরও বিটুমিনাস্ প্ল্যান্টের মালিক আব্দুল মান্নানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি প্রশাসন। শেষ গত ১ জুলাই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আব্দুল মান্নানকে চিঠি দিয়ে বিটুমিনাস্ প্ল্যান্ট বন্ধ করার নির্দেশ দেয়। কৈলাসহরের বাহুবলী ঠিকাদার আব্দুল মান্নান তার প্ল্যান্ট বন্ধ করেন নি। বরং আরো বেশি পরিমাণে প্ল্যান্ট থেকে বিটুমিন উৎপন্ন করতে থাকেন।

।বিটুমিনাস প্ল্যান্টের মালিক আব্দুল মান্নান।

শেষ পর্যন্ত কোনো উপায়ন্তু না পেয়ে জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাংবাদিক বৈঠক করতে বাধ্য হন। তাদের সাংবাদিক বৈঠকের পর টনক নড়ে রাজ্য প্রশাসনের। রাজ্য মহাকরণের নির্দেশে নড়েচড়ে উঠে কৈলাসহরের মহকুমা  প্রশাসন। খুদ মহকুমা শাসক বিপুল উপস্থিত থেকে অবৈধ ভাবে গড়ে উঠা আব্দুল মান্নানের বিটুমিনাস প্ল্যান্টে তালা ঝুলিয়ে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *