ডেস্ক রিপোর্টার, ১২ জুলাই।।
ফের বর্ধিত হবে আগরতলা পুর নিগম এলাকা। অর্থাৎ আগামী দিনে পুর নিগমের ওয়ার্ড সংখ্যাও বৃদ্ধি পেতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেছেন, সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বৃহত্তর আগরতলা নিয়ে পরিকল্পনার কথা হয়েছে। রাজ্য সরকার আগরতলার এরিয়া আরো বৃদ্ধি করার চিন্তাভাবনা করেছে। বিশেষজ্ঞদের বক্তব্য, আগরতলা পুর নিগম এলাকা বর্ধিত হলে নিগমের ওয়ার্ড সংখ্যাও বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক।২০২৬ সালে পুর নিগমের ভোট। নিগম ভোটকে সামনে রেখেই বৃহত্তর আগরতলা তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আগামী বছরেই হবে বিধানসভা আসনের ডিমিলেটেশন। বিধানসভার ডিমিলেটেশনের আঁচ যে নিগমে লাগবে এটা বলাই বাহুল্য।