ডেস্ক রিপোর্টার, ১৯ জুলাই।।
রাজ্যের ডিগ্রি কলেজ গুলিতে বেহাল অবস্থা। কলেজ গুলির পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শেষ না হওয়ায় আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের এই খামখেয়ালী মনোভাবের প্রতিবাদ জানিয়ে শুক্রবার শিক্ষা ভবন চলো অভিযান করেছে বাম ছাত্র সংগঠন এসএফআই।
এসএফআই নেতৃত্বের অভিযোগ, উচ্চ শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তের কারণে কলেজের ছাত্রছাত্রীদের ভবিষ্যত ঘোর অন্ধকারে ধাবিত হচ্ছে। উচ্চ শিক্ষা দপ্তর তাদের এই সিদ্ধান্ত থেকে না সরে আসলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
