ডেস্ক রিপোর্টার,১৮ জুলাই।।
“রণক্ষেত্র” বাংলাদেশের গোপালগঞ্জে বাড়ানো হলো কারফিউ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত। গোটা গোপালগঞ্জ বাংলাদেশ সেনা। বাংলাদেশের সরকারী সূত্রের খবর, বুধবারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বাড়তে পারে মৃতের সংখ্যা।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে কারফিউর বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
গোপাল গঞ্জের ঘটনার রেশ আছড়ে পড়তে পারে গোটা বাংলাদেশে। এমন আশঙ্কা করছে সেই দেশের সেনা। কারণ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন হুঙ্কার দিচ্ছেন। তাতে পরিস্হিতি আরো তপ্ত হয়ে উঠছে। যেকোনো সময়ে বাংলাদেশের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়তে পারে হিংসা। তাই বাংলাদেশ সেনা রাজনৈতিক নেতাদের আপত্তিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য।
