ডেস্ক রিপোর্টার,১৯ জুলাই।।
বন্ধুর মায়ের সঙ্গে ভালবাসা। এই ভালবাসার জল গড়ায় শারীরিক সম্পর্কে।পরে অনুশোচনায় আত্ম হননের পথ বেছে নেয় যুবক। তার নাম প্রসেনজিৎ শীল (২৩)।ঘটনা চড়িলামের চ্যাটার্জি কলোনিতে। শুক্রবার রাতের এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
স্থানীয় চ্যাটার্জি কলোনির বাসিন্দা প্রসেনজিৎ শীল। তার শৈশবের বন্ধু সায়ন পাল। উভয়েই একে অপরের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতো। এক সময় সায়নের মার সঙ্গে ভালবাসার সম্পর্ক তৈরি হয় প্রসেনজিৎ শীলের। বন্ধুর সঙ্গে মায়ের অবৈধ সম্পর্ক আঁচ করতে পারে সায়ন।শুক্রবার রাতে প্রসেনজিৎ তার বন্ধু সায়নের বাড়িতে যায়।তখন সায়ন তাকে বাড়ি থেকে বের করে দেয়। এই নিয়ে দুইজনের মধ্যে অল্প বিস্তর বাকবিতণ্ডা হয়। শেষে বাড়িতে ফিরে আসে প্রসেনজিৎ। রাতেই বাড়ির পাশের একটি গাছে ফাঁসিতে আত্মহত্যা করে সে। তবে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুর মার সঙ্গে ভালবাসার বিষয়টি তুলে ধরেছিলো প্রসেনজিৎ।
প্রসেনজিতের পরিবারের সদস্যদের আভিযোগ,গত কিছুদিন আগে প্রসেনজিৎ বুঝে যায় বন্ধু সায়নও গোটা বিষয়টি জেনে গিয়েছে। তখন থেকে সে এই সম্পর্কের ইতি টানতে চাইছিল। কিন্তু সায়নের মা প্রসেনজিতকে ছাড়তে নারাজ ছিলো।তখন তাকে নানান ভাবে ব্ল্যাকমেল করতে থাকে মহিলা। শেষ পর্যন্ত এই সম্পর্ক থেকে পরিত্রাণ পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কলেজ পাশ করা ছেলে প্রসেনজিৎ।
