ডেস্ক রিপোর্টার, ২২ জুলাই।।
ফের নিরাপত্তাহীন গণ্ডাছড়া। দিন দুপুরে গণ্ডাছড়া হাসপাতাল চৌমুহনীর এক মেডিসিনের দোকানে হাত সাফাই করে দুষ্কৃতি।দোকানের ক্যাশ থেকে হাতিয়ে নেয় ৭০ হাজার টাকা। ঘটনার সময় দোকানে ছিলেন না মালিক। কিন্তু দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে চুরির ঘটনা। লিখিত ভাবে গণ্ডাছড়া থানায় দায়ের করা হয় মামলা। তদন্ত করছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত চোরকে সনাক্ত করে গ্রেফতার করা পুলিশের পক্ষে সম্ভব হয় নি। কারণ চুরি করা যুবক স্থানীয় জনজাতি সম্প্রদায়ের। এই ঘটনার পর গণ্ডাছড়ার ব্যস্ততম স্থান হাসপাতাল চৌমুহনীর বাঙালি অংশের লোকজন নিরাপত্তা হীনতায় ভুগছে। তারা এলাকায় পুলিশী টহল বাড়ানোর দাবি তুলছেন।
স্থানীয় লোকজনের বক্তব্য, ঘটনা রবিবার সাড়ে ১১টা নাগাদ। গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনীর ব্যস্ততম স্থানে থাকা গুরুচরণ মেডিকেল হলের মালিক তার দোকান থেকে বিশেষ কাজে বেরিয়ে যান। দোকানে ছিলো না কোনো লোকজন। এই নির্জনতার সূযোগ নিয়ে আচামকা দোকানে প্রবেশ করে এক যুবক। দোকানে প্রবেশ করেই সরাসরি ক্যাশ কাউন্টারে চলে যায়। এবং ক্যাশে থাকা ৭০ হাজার টাকা নিয়ে মুহূর্তেই দোকান থেকে কেটে পড়ে যুবকটি। মেডিক্যাল হলের মালিক জানিয়েছেন, তিনি দোকানে ঢুকে ক্যাশ কাউন্টারে গিয়ে দেখেই ক্যাশে থাকা টাকা উধাও। সঙ্গে সঙ্গে তিনি পার্শ্ববর্তী দোকানের মালিকদের ডেকে বিষয়টি জানান। চেক করেন সিসি ক্যামেরায় ফুটেজ। সেখানে দেখা যায় এক জনজাতি যুবক আচমকা দোকানে প্রবেশ করে ক্যাশ থেকে টাকা নিয়ে বেরিয়ে যায়। এরপর বিষয়টি জানানো হয় থানা পুলিশকে। পুলিশ এসে একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করে। সংগ্রহ করে সিসি ক্যামেরায় ফুটেজ। মেডিসিনের দোকান থেকে টাকা হাতিয়ে নেওয়া যুবককে কি পুলিশ আদৌ গ্রেফতার করতে পারবে? স্থানীয় জনমনে চাগার দিচ্ছে সন্দেহ ভরা এই প্রশ্ন।
