ডেস্ক রিপোর্টার, ২২ জুলাই।।
প্রকাশ্যে দিন – দুপুরে তেলিয়ামুড়া শহরের অন্যতম জনবহুল এলাকা জয়নগরে গৃহস্থের বাড়িতে হাত সাফাই চোরের দলের। লুঠ করে নিয়ে যায় চার ভরি স্বর্ণালংকার সহ ১১ হাজার টাকা। বাড়ির মালিক রাখল পাল এই মর্মে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের বক্তব্য, মঙ্গলবার বিকালে রাখল পালের পরিবারের লোকজন গিয়েছিল স্থানীয় চৈতন্য আশ্রমে। তারা বাড়ি ফিরে এসে দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড। আলমারি ভাঙ্গা। ঘরের পরিবেশ দেখে তারা বুঝে যায় ঘরে প্রবেশ করেছে চোর। তখন খবর পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা। এবং তেলিয়ামুড়া থানার পুলিশ। তবে দিনের আলোর চুরির ঘটনার পর প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
