ডেস্ক রিপোর্টার,২৩ জুলাই।।
দুই দিনের মালদ্বীপ সফরে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার আগেই মালদ্বীপের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ ভারত ও মালদ্বীপের বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন গোটা বিশ্বের কাছে। তিনি জানিয়েছেন, “ভারত বহু দশক ধরে একটি অত্যন্ত উদার উন্নয়ন অংশীদার দেশ। এই বছর মালদ্বীপ ও ভারতের মধ্যে কূটনৈতিক স্বীকৃতি এবং কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা উদযাপন করবে মালদ্বীপ।মালদ্বীপের স্বাধীনতার বছরে সঙ্গে সাদৃশ্য রয়েছে। দীর্ঘ ৬০ বছর ধরে ভারত – মালদ্বীপের এই সম্পর্ক চলে আসছে।
আবদুল্লাহ শহীদ বলেন, আমাদের সরকারের সময় শুরু হওয়া প্রধান প্রকল্পগুলি সম্পন্ন হচ্ছে। কিছু প্রকল্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় উদ্বোধন হবে। এটি আমাদের দুই দেশের মধ্যে উন্নয়ন অংশীদারিত্বের প্রতিফলন ঘটাবে । গ্রেটার মালে সংযোগ প্রকল্প, মালদ্বীপের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। এটি আগামী বছরের মধ্যে সম্পন্ন হচ্ছে বলে মনে করছেন আবদুল্লাহ।
