ডেস্ক রিপোর্টার,২৩ জুলাই।।
মমতার পশ্চিম বাংলায় স্বৈরতন্ত্রের নগ্ন চেহারা। ২১ জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে সভায় না যাওয়াতে ৫০ জন বাসকর্মী সাসপেন্ড করা হয়েছে। জানিয়েছে বাংলার বিজেপি। বাংলার পদ্ম শিবিরের নেতাদের বক্তব্য,একজন নাগরিকের স্বাধীন মতপ্রকাশ ও পছন্দের অধিকার আজ ধ্বংস হয়েছে মমতার বাংলায়। রাজনৈতিক সভায় না গেলে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে! সরকারি দপ্তর থেকে শুরু করে পরিবহন – সবাইকে বাধ্য করা হচ্ছে তৃণমূলের অনুষ্ঠানে ভিড় বাড়াতে। এটার নামই কি গণতন্ত্র? এই ঘটনার প্রেক্ষিতে গোটা বাংলার মানুষকে জেগে উঠার আহ্বান জানিয়েছে বাংলার বিজেপি নেতৃত্ব।
