ডেস্ক রিপোর্টার, ২৫ জুলাই।।
মালদ্বীপ সফরে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু। মালদ্বীপের রাজধানী মালেতে এই ভবন উদ্বোধনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশ্ব। মাঝখানে ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কে খানিকটা ভাটা পড়েছিল।শেষ পর্যন্ত প্রতিবেশী দেশটিকে কৌশলগত কারণে খুশি করার জন্য কেন্দ্রীয় সরকার তাদের জন্য আর্থিক প্যাকেজের পরিমাণ বাড়িয়ে দেয়।তাতেই চিড় ধরা সম্পর্কে আরো শক্তিশালী হয়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুইদিনের সফরের মধ্য দিয়ে ফাটল ধরা সম্পর্কে প্রলেপ পড়ে যায়।কুটনৈতিক ভাবে নিঃসন্দেহে এটা নরেন্দ্র মোদীর বিদেশ নীতির জয়।
