তেলিয়ামুড়া ডেস্ক,২৭ জুলাই।।
নিয়মিত যানবাহন তল্লাশি অভিযানের মধ্য দিয়ে আনুমানিক এক লক্ষাধিক টাকা অর্থ মূল্যের শুকনা গাঁজা সহ বিহার রাজ্যের ভাগলপুরের বাসিন্দা দুই যুবককে তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। ধৃত দুই যুবকের নাম রবি কুমার এবং ওম নাথ যাদব বলে জানা গেছে।
তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে জানিয়েছেন,
, পুলিশ যখন তৃষা বাড়ি এলাকাতে ভেহিকেল চেকিং করছিল, তখন সংশ্লিষ্ট দুই যুবক পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এই অবস্থায় পুলিশ তাদের পিছু ধাওয়া করে আটক করে এবং তাদের সাথে থাকা কাঁধের ব্যাগ তল্লাশি করে শুকনা গাজা ভর্তি ২১ টা প্যাকেট উদ্ধার করে। পরবর্তী সময়ে ডিসিএমের উপস্থিতিতে সমস্ত ফর্মালিটি পূরণ করে তাদেরকে আটক করা হয়।
