ডেস্ক রিপোর্টার, ২৮ জুলাই।।
রাজধানীর বনকুমারী এলাকার অটোস্ট্যান্ড থেকে দুই মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ।তাদের নাম রোজনা বেগম, বাড়ি বিশালগড়। পলসম বেগম, বাড়ি মনিপুর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নয় কেস হেরোইন।সোমবার সকালে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ দুই মহিলাকে জালে তুলে।
পশ্চিম জেলার এসপি কিরন কুমার জানিয়েছেন, প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বনকুমারী থেকে হেরোইন সহ দুই মহিলাকে গ্রেফতার করে।তাদের কাছ থেকে উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ৯৭.৫ গ্রাম। বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এসপি কিরন কুমারের বক্তব্য, ধৃত দুই মহিলা রেলে করে অসমের শিলচর থেকে যোগেন্দ্রনগর রেল স্টেশনে এসে।এখন থেকে তারা আসে বনকুমারী অটো স্ট্যান্ডে। ধৃত দুই মহিলার বিরুদ্ধে পুলিশ এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সোমবারেরই ধৃত দুই মহিলাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।