ডেস্ক রিপোর্টার,২৮ জুলাই।।
রাজ্য প্রশাসন ঠুনকো। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে উচ্চ আদালতের রায়কে অমান্য করে ডিজে বক্স বাজিয়ে বিদ্যা ব্যবসার আসর সাজিয়ে বসেছে ত্রিপুরা এক্সপো। এই ঘটনা রাজধানীর রবীন্দ্র ভবনে। ত্রিপুরা এক্সপোকে কে দিয়েছে এই আস্কারা? কোথায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। নীরব সাধারণ প্রশাসন। তার দায় এড়াতে পারবে না রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর।তাহলে কি উচ্চ আদালতের রায় একাংশ মানুষের কাছে মলিন কলাপাতা? প্রশ্ন তুলছেন আমজনতা।
পূজো পার্বণ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভুলে ডিজে বক্স বাজলে পুলিশ হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। সিজ করে নিয়ে যায় ডিজে বক্স। কিন্তু ত্রিপুরা এক্সপোর জন্য পুলিশ কেন সহায়কের ভূমিকা পালন করছে? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন প্রশাসনের কর্তারা।
