ডেস্ক রিপোর্টার, ২৮ জুলাই।।
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে সেনা ও জঙ্গিদের বুলেট যুদ্ধে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। তাদের নাম সুলেমান ওরফে হাসিম মুসা, আবু হামজ়া ও ইয়াসির। তারা তিন জনেই পাকিস্তানের বাসিন্দা। ঘটনা সোমবার সকাল ১১টা। তিন জঙ্গির মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সেনার দাবি, মৃত্যু হওয়া জঙ্গি সুলেমান ওরফে হাসিম মুসা পহেলগাম কাণ্ডের মূল মাস্টার মাইন্ড। ভারতীয় সেনা এই অভিযানের নাম দিয়েছে “অপারেশন মহাদেব”।
সেনা বাহিনী সূত্রের দাবি, এদিন সকাল ১১টায় দাচিগাম জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। এরপরেই ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ অভিযানে নামে। জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অস্তিত্বের আঁচ পেয়ে জঙ্গিরা এলোপাথাড়ি বুলেট বৃষ্টি শুরু করে। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনী। এক সময় জঙ্গলের ভিতর থেকে গুলি আসা বন্ধ হয়ে যায়। এরপর নিরাপত্তা বাহিনী জঙ্গলের গভীরে প্রবেশ করে। তারা জঙ্গলে দেখতে পায় চাপ চাপ রক্তের দাগ। এরপর একে একে তিন জঙ্গির লাশের সন্ধান পায় যৌথ বাহিনী।
