বিপ্লব কুমার দেব তাঁর সমাজ মাধ্যমে লিখেছেন, ” আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গর্বের এবং স্মরণীয় মুহুর্ত ছিল। আমার শ্রদ্ধেয় মায়ের পাশাপাশি যশস্বী এবং বিশ্ব প্রসিদ্ধ নেতা, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির সাথে আমার সাক্ষাতের সৌভাগ্য হয়েছে ।

ডেস্ক রিপোর্টার, ৩১ জুলাই।।
                      মাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে হাজির রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার বিপ্লব কুমার দেব তাঁর মাকে সঙ্গে নিয়ে দিল্লিস্থিত প্রধানমন্ত্রীর আবাসে যান।সেখানে মায়ের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের নানান ইস্যু নিয়ে আলোচনা করেন বিপ্লব কুমার দেব। রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতিতে মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে বিপ্লব কুমার দেবের উপস্থিতি যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খোদ দেশের প্রধানমন্ত্রীর কাছে নিজের পুত্রের জন্য কি চাইলেন বিপ্লব কুমার দেবের মা? শুধু কি আশীর্বাদ? না, সঙ্গে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদ? তা নিয়েও গুঞ্জন রাজনৈতিক অলিন্দে।
     যদিও বিপ্লব কুমার দেব তাঁর সমাজ মাধ্যমে লিখেছেন, ” আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গর্বের এবং স্মরণীয় মুহুর্ত ছিল। আমার শ্রদ্ধেয় মায়ের পাশাপাশি যশস্বী এবং বিশ্ব প্রসিদ্ধ নেতা, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির সাথে আমার সাক্ষাতের সৌভাগ্য হয়েছে।


“প্রধানমন্ত্রীর এই অন্তরঙ্গ পরিবার ভাবনার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই ।”

প্রতিবারই প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা এবং দেশের প্রতি উনার উৎসর্গতা আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। উনার সাথে সাক্ষাৎ করে এক আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি পাই ।আদরণীয় প্রধানমন্ত্রীর এই অন্তরঙ্গ পরিবার ভাবনার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই ।”
        সম্প্রীতি রাজ্য রাজনীতিতে বিপ্লব কুমার দেবকে নিয়ে তাঁর অনুগামীরা নানান স্বপ্ন দেখতে শুরু করেছেন। বিপ্লব অনুগামীদের বক্তব্য , আর কিছুদিনের অপেক্ষা।তারপরেই আসছে সুদিন। কারণ প্রদেশ বিজেপির সভাপতি হতে চলছেন বিপ্লব কুমার দেব।আবার কেউ বলছেন, প্রদেশ সভাপতি নয়,পুনরায় মুখ্যমন্ত্রীর চেহারে বসবেন বিপ্লব কুমার দেব।

২০২৪- র লোকসভা নির্বাচনী রাজ্যের পশ্চিম আসন থেকে জয়ী হওয়ার পর বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ” তিনি পুনরায় মুখ্যমন্ত্রী হতে চান। তবে কোন ক্যাবিনেট মন্ত্রী নয়। আগেও তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আগামী দিনেও মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন।”


কিন্তু না, সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেবকে প্রথমে রাজ্যসভাতে নিয়ে যায় ।পরবর্তী সময়ে আবার লোকসভাতে।

প্রসঙ্গত, ২০২১ সালের পুরো নির্বাচনের পর বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। তখন বিজেপির নেতাকর্মীদের ধারণা ছিল, হয়তো বা বিপ্লব কুমার দেবের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ। কিন্তু না, সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেবকে প্রথমে রাজ্যসভাতে নিয়ে যায় ।পরবর্তী সময়ে আবার লোকসভাতে। তিনি রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাই পাওয়ার কমিটিতে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেব কে হরিয়ানার প্রভাবীর দায়িত্ব দিয়েছিলেন।সেখানেও সফল বিপ্লব। হরিয়ানাতে ক্ষমতায় আসে বিজেপি সরকার।

প্রধানমন্ত্রী সহ বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বিপ্লব কুমার দেবের ধারাবাহিক সাক্ষাৎ পর্ব নিয়ে রাজ্য রাজনীতির অলিন্দে নানান প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে।

সম্প্রতি বিপ্লব কুমার দেব বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি বৃহস্পতিবার শেষ সাক্ষাৎ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রী সহ বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বিপ্লব কুমার দেবের ধারাবাহিক সাক্ষাৎ পর্ব নিয়ে রাজ্য রাজনীতির অলিন্দে নানান প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে।এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ সহ বিজেপির নেতাকর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *