ডেস্ক রিপোর্টার, ১লা আগস্ট।।
একটি, দুইটি নয়, ৯০টি বইয়ের মালিক লেখক প্রণব সেনগুপ্ত। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে প্রণব সেনগুপ্তের নানা বিষয়ের উপর লেখা পাঁচটি বইয়ের মালাট উন্মোচন হবে। এর আগে তিনি ৮৫টি বই লিখেছেন। সেই সুবাদে নতুন পাঁচটি বই উদ্বোধনের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক ভাবে তাঁর লেখা বইয়ের সংখ্যা দাঁড়াবে ৯০- এ। নিঃসন্দেহে এটা একজন লেখকের বড় সাফল্য। এক মাইলস্টোন।
প্রণব সেনগুপ্তের এই সাফল্য রাজ্যের ইতিহাসে এক নতুন নজিরও বটে।ত্রিপুরার কোনো লেখক এখন পর্যন্তপ্রসঙ্গত , প্রণব সেনগুপ্ত এই রাজ্যের একজন দক্ষ পুলিশ অফিসার (ইনস্পেক্টর)ছিলেন। বর্তমানে তিনি অবসরে চলে গিয়েছেন। তিনি এখন বেছে নিয়েছেন আইনজীবীর পেশা। সাহিত্যের সাফল্যের জন্য তাঁর ঝুলিতে রয়েছে প্রচুর পুরস্কার। চাকরি জীবনের দক্ষতার জন্যও পেয়েছেন বহু সম্মাননা।

একক ভাবে ৯০টি বই লিখেছেন বলে এমন কোনো তথ্য নেই। প্রণব সেনগুপ্তই প্রথম ব্যক্তি হিসাবে এই মাইলস্টোন স্পর্শ করেছেন। গোটা উত্তর – পূর্বাঞ্চলের সাহিত্য ক্ষেত্রেও বইয়ের সংখ্যার দিক দিয়ে রাজ্যের ভূমি পুত্র প্রণব সেনগুপ্তের কয়েক যোজন এগিয়ে।