টিএসএন ডেস্ক, ২আগস্ট।।
শুরুটা প্রত্যাশিতভাবে সূচনা করতে না পারলেও পয়েন্ট দখলের ধারা অব্যাহত রাখল এগিয়ে চলো সংঘ। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন সিনিয়র ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় জুয়েলস এসোসিয়েশন ও এগিয়ে চলো সংঘ। ম্যাচটি জুয়েলসের দ্বিতীয় ম্যাচ হলেও প্রতিপক্ষ এগিয়ে চলো সঙ্গে ছিল তৃতীয় ম্যাচ। গত দুই ব্যাচে মোট চার পয়েন্ট হাতে নিয়ে দ্বিতীয় সরাসরি লক্ষ্যমাত্রা কে সামনে রেখেই এদিন জুয়েলসের মুখোমুখি হয় এগিয়ে চলো।। অন্যদিকে জুয়েলস প্রথম ম্যাচে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করার পর সেই জয়ের ধারা অব্যাহত রাখতেই ময়দানে নামে এদিন। কিন্তু নির্ধারিত সময়ের লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত দেখালো এগিয়ে চলো সংঘের ফুটবলাররা। ম্যাচে এগিয়ে চলো ৩-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে সক্ষম হওয়ায় দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল জুয়েলস। তবে দুইদলের এই ম্যাচে পরপর দুইবার হলুদ কার্ড দেখার সুবাদে পরাজিত জুয়েলসের রতন জমাতিয়াকে লাল কার্ড দেখায় রেফারি পল্লব চক্রবর্তী। উভয় দলের এই ম্যাচে প্রথমার্ধেই গোল চারটি হয়। খেলা শুরু হওয়ার ১১ মিনিটের মাথায় উত্তম রাই প্রথম গোল করে এগিয়ে দেয় এগিয়ে চলো সংঘকে। উত্তমের দেওয়া গোলটি পরিশোধ করার জন্য জুয়েলসের ফুটবলাররা পাল্টা আক্রমণ আনার আগেই ৮ মিনিটের ব্যবধানে উত্তম আরও একটি গোল করে ব্যবধান পৌঁছে দেয় ২-০ তে। এখানেই শেষ নয় ম্যাচের ২৪ মিনিটের মাথায় এগিয়ে চলোর সত্যম শর্মা। আরো একটি গোল করে ব্যবধান পৌঁছে দেয় ৩-০ তে। যদিও তা ধরে রাখতে পারেনি এগিয়ে চলোর ফুটবলাররা। ২৯ মিনিটের মাথায় লালডেঙ্গা ডারলং জুয়েলসের পক্ষে প্রথম গোল করে ব্যবধান খানিকটা এগিয়ে আনে। যা প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত বহাল থাকে। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে প্রথম থেকেই নতুন করে গোলের জন্য মরিয়া হয়ে উঠে উভয় দলের ফুটবলাররা। তাতে একাধিক গোলের সুযোগ তৈরি হয়। কিন্তু কোন দলের পক্ষেই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি।ফলে দ্বিতীয়ার্ধের লড়াই গোলশূন্য থাকার সুবাদে উত্তম রায়ের জোড়া গোলের সাহায্যে সিনিয়র ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের স্বাদ নিয়ে পয়েন্টের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হল এগিয়ে চলো সংঘ।।
