স্পোর্টস ডেস্ক,২ আগস্ট।।
           দুটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে রাজ্যে এলেন টলিউডের একঝাঁক ক্রিকেটার। শনিবার বিকেলে। রবিবার কমলপুরে নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন হবে ।  নবনির্মিত মাঠ এবং ক্লাব হাউজের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা:‌ মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যাণ্যরা।  উদ্বোধনী অনুষ্ঠানে টি সি এ একাদশের বিরুদ্ধে খেলবে বেঙ্গল টাইগার্স দল। ওই দলে রয়েছেন যীশু সেনগুপ্ত, শতদীপ সাহা,  বনি, রাহুল এবং সৌরভের মতো ক্রিকেটার। জানা গেছে কমলপুরে ১০ ওভারের হবে প্রদর্শনী ম্যাচ। ৪ আগস্ট এম বি বি স্টেডিয়ামে হবে দ্বিতীয় তথা শেষ প্রদর্শনী ম্যাচটি। টি-টোয়েন্টি ঐ ম্যাচে টি সি এ একাদশকে নেতৃত্ব দেবেন রাজ্য সংস্থার সহ-সভাপতি উপানন্দ দেববর্মা। এছাড়া দলে থাকবেন রঞ্জি ক্রিকেটার অনিরুদ্ধ সাহা, রাজীব সাহা, মনিশ ঘোষ, নাজমুল হোসেন, রাকেশ দাসের মত ক্রিকেটাররা। বেঙ্গল টাইগার্স দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে জোর কদমে প্রস্তুতি নিয়েছে টি সি এ একাদশের ক্রিকেটাররা।  দুটি প্রীতি ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থা বলে জানা গেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *