ডেস্ক রিপোর্টার, ২ আগস্ট।।
বাংলাদেশের হাই-কমিশনার রিজা হামিদ উদ্দিনের রাজ্য সফর কালে ভারত – বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার করা হলো চিনা ড্রোন। ঘটনা রাজ্যের নরসিংগড়স্থিত ইন্দো – বাংলা সীমান্তের বিন পাড়া এলাকার জমিতে। স্থানীয় এক কৃষক তার ক্ষেতে গিয়ে দেখেন, বক্সের মতো কিছু একটা জিনিস জমিতে পড়ে রয়েছে। তাতে আছে হেলিকপ্টারের মতো ডানা, সিসি ক্যামেরা। ড্রোনটিতে লেখা ছিলো “মেড ইন চায়না”।
কৃষক জানিয়েছেন, তিনি প্রথমে এই জিনিসটি কৌতুহল বশে বাড়িতে নিয়ে যান। পরে গ্রামবাসীদের দেখান। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ ও বিএসএফ। পুলিশ ভাঙ্গা ড্রোনটিকে নিয়ে যায়।
পুলিশ – গোয়েন্দা ও বিএসএফের আশঙ্কা, ভারতীয় সীমান্তে নজরদারি চালাতে চায়নার তৈরি ড্রোন ব্যবহার করছে বাংলাদেশ। এই ড্রোনের মাধ্যমে ভারতীয় সীমান্তে পাহারার দায়িত্বে থাকা কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর নজর রাখে বাংলাদেশ। এর আগে বামুটিয়া সীমান্তেও বাংলাদেশী ড্রোনকে চক্কর কাটতে দেখা গিয়েছিল। একই চিত্র দেখা গিয়েছিল বিলোনিয়াতেও।

