ডেস্ক রিপোর্টার,২ আগস্ট।।
ত্রিপুরার উন্নয়নের মুকুটে রোজ সংযুক্ত হচ্ছে কৃতিত্বের নয়া পালক।ইতোমধ্যেই নীতি আয়োগ কর্তৃক পরিচালিত ত্রৈমাসিক সম্পূর্ণতা অভিযান।২৪-র ছয়টি ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটরে’ (KPI) ১০০শতাংশ সাফল্য অর্জন করেছে রাজ্য। বিশেষ করে জনজাতি সম্প্রদায় অধ্যুষিত অ্যাসপিরেশনাল জেলা-ধলাই এবং অ্যাসপিরেশনাল ব্লক – গঙ্গানগর, দশদা ও দামছড়া এই কৃতিত্বে অগ্রণী ভূমিকা পালন করেছে।
শনিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত ‘সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহে’ এই অসামান্য কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট জেলা ও ব্লকের তৎকালীন জেলাশাসক এবং বিডিও ও কৃষি সহায়ক মিত্রদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। একই সাথে ১৬টি পিছিয়ে পড়া ব্লকের ৮০ টি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জন্য ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের অন্তর্গত ৮২ কোটি টাকার ‘মুখ্যমন্ত্রী নবদিশা অভিযান’র শুভসূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।এদিনই মুখ্যমন্ত্রী স্ব-সহায়ক গোষ্ঠী পরিচালিত আকাঙ্খা হাটেরও শুভসূচনা করেন।

