ডেস্ক রিপোর্টার,৪ আগস্ট।
ছিঃ ছিঃ। “বাংলা” ভাষাকে বাংলাদেশী ভাষা বলে আখ্যায়িত করলো দিল্লি পুলিশ! ভারতীয় বাঙালিদের আর কত অপমান সহ্য করতে হবে? দেশের জাতীয় সঙ্গীত ও “বন্দে মাতরম”- তো বাঙালি সম্পদ। আজ দেশের বাঙালিদের অবস্থান কোথায়? দিল্লি পুলিশের এই আচরণ নিয়ে উত্তাল গোটা দেশের বাঙালি সমাজ।
সম্প্রতি দক্ষিন দিল্লির লোধি কলোনি থানা এলাকা থেকে আট জন সন্দেহ ভাজন বাংলাদেশী নাগরিককে আটক করে সেই রাজ্যের পুলিশ। কিন্তু তাদের কাছ কাগজ পত্র উদ্ধার করে। সঙ্গে জন্মের সার্টিফিকেট ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

এই কারণেই দিল্লির লোধি কলোনি থানার তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর অমিত দত্ত দিল্লিস্থিত বঙ্গভবনকে চিঠি লিখে জানান, “বাংলাদেশি” ভাষা থেকে ইংরেজি ও হিন্দিতে তর্জমা করার জন্য একজন অনুবাদককে খুঁজে দেওয়ার জন্য। অর্থাৎ দিল্লি পুলিশের এই মূর্খ ইন্সপেক্টর বাংলা ভাষাকে ” বাংলাদেশী” ভাষা হিসাবেই ব্যাখা করেছেন। দিল্লি পুলিশের এই চিঠি ছড়িয়ে পড়তেই গোটা দেশের বাঙালিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।