কলকাতা ডেস্ক,৫ আগস্ট।।
রাজনৈতিক সন্ত্রাসে তপ্ত পশ্চিম বাংলা। কোচ বিহারে আক্রান্ত বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সহ বিজেপির তিন বিধায়ক ও কর্মী – সমর্থকরা। ঘটনা মঙ্গলবার দুপুরে। বিজেপির উদয়ন গুহ নামে তৃণমূল কংগ্রেসের এক গুণ্ডার নেতৃত্বে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার পর গোটা বাংলার বিজেপি আরো বেশি সক্রিয় হয়ে উঠে। বিভিন্ন মহল থেকে আছড়ে পড়ে নিন্দার ঝর। বাংলার বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য এই ঘটনার তীব্র প্রতিবাদ করে কর্মীদের রাস্তায় নামার আহ্বান করেন। এরপর থেকে গোটা বাংলায় বিজেপি কর্মীরা দিকে দিকে পথ অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।
বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাকে হত্যার জন্যই তৃণমূল কংগ্রেসের। দেড় হাজার বাংলাদেশী মুসলিম গুণ্ডাদের দিয়ে তাকে আক্রমণ করা হয়েছে। নেতৃত্বে ছিলো মূল কংগ্রেসের গুণ্ডা উদয়ন গুহ। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা শুভেন্দু অধিকারীর বুলেটপ্রুফ গাড়িতেও হামলা করে। ভাঙচুর করে। মারধর করে বিজেপির কর্মীদের।
আগামী বছর পশ্চিম বাংলার নির্বাচন। এই নির্বাচন কেন্দ্র করে প্রতিদিন রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটছে গোটা বাংলাতে। অভিযোগ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বিচারে হামলা – হুজ্জুতি শুরু করেছে বিরোধীদল বিজেপির নেতা -কর্মী – সমর্থকদের উপর। এবার তৃণমূল কংগ্রেসের গুন্ডাগিরির সর্বশেষ সংযোজন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমনের ঘটনা।
বাংলার বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরার বিজেপি নেতৃত্বও। প্রদেশ বিজেপির সদস্য আশীষ লাল সিং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।
