দিল্লি ডেস্ক,৫ আগস্ট।।
দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লির লালকেল্লায় জোড় করে প্রবেশের মুখে আটক
পাঁচজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক। দিল্লি পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন নথিপত্র। স্বাধীনতা দিবসের মুখে দেশের রাজধানীর হাই সিকিউরিটি জোনের এই ঘটনা নিয়ে এক গভীর রহস্য ঘনীভূত হচ্ছে।
খবর অনুযায়ী , ধৃত বাংলাদেশী নাগরিকদের সকলের বয়সই ২০-২৫ বছরের মধ্যে। এরা সবাই
বেআইনি অনুপ্রবেশকারী। এতো দিন দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, ওই পাঁচ যুবকই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নথি উদ্ধারের পর, পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বাকি তথ্য বিস্তারিত জানার জন্য, চলছে জিজ্ঞাসাবাদ।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে একটি দীর্ঘ সময়ে লাল কেল্লায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। চলতি বছরেও জুলাইয়ের মাঝামাঝি থেকে সেই নিয়ম কার্যকরী হয়েছে। দিল্লি পুলিশের দাবি কড়া নিরাপত্তা পেরিয়ে, নিষেধাজ্ঞা অমান্য করেই এই পাঁচ যুবক লাল কেল্লায় প্রবেশের চেষ্টা করে। তারা কি কারণে নিরাপত্তা বেষ্ট ভেদ করে লালকেল্লায় প্রবেশ করতে চেয়েছিল? অবশ্যই এই রহস্য বেরিয়ে আসবে দিল্লী পুলিশের তদন্তে।
