ডেস্ক রিপোর্টার, ৭ আগস্ট।।
প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত হলো রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ও জননেতা শচীন্দ্র লাল সিংহের ১১৯তম জন্মদিন। একই সঙ্গে প্রাক্তন এমডিসি তথা আদিবাসী কংগ্রেস নেতা যদুমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকীও পালন করে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা নেতৃত্বে প্রয়াত শচীন্দ্র লাল সিং ও যদু মোহন ত্রিপুরার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত কংগ্রেস নেতা কর্মীরা।
প্রদেশ কংগ্রেসের পাশাপাশি স্ব-উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে মানুষ পালন করে প্রয়াত জননেতা শচীন্দ্র লাল সিংহের জন্মদিন। আগরতলা, কৈলাসহর,কমলপুর, কুলাই, কমলা সাগর সহ বিভিন্ন স্থানে শচীন অনুগামীরা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে উপস্থিত রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ ছিলেন একজন জননেতা। রাজ্যের মানুষের কাছে তিনি সচিনদা হিসেবেই পরিচিত ছিলেন। বাঙালি – জনজাতি উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে তার জনপ্রিয়তা ছিল গগন চুম্বি।
একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি মুখে শোনা যায় দলের প্রয়াত আদিবাসী নেতা যদুমোহন ত্রিপুরার সাফল্যের গীথগাঁথা।। রাজ্যের জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে যদি মোহন ত্রিপুরার অনেক ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।।